পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে: সুজনের অনুষ্ঠানে রোবায়েত ফেরদৌস

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, সাংবাদিকতার বইয়ের প্রথম লাইন হচ্ছে ‘পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে, প্রত্যেকটা সরকার তথ্য লুকাতে চায়। সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে এনে প্রকাশ করে দেয়া।’ তিনি আরও বলেন, বিগত সময়ে আমরা স্বাধীন সাংবাদিকতা দেখি নাই।

মঙ্গলবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। এ দিন সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছে। শামীম ওসমান এটা কন্ট্রোল করতো। পুরো দেশেই এমন ছোট ছোট মাফিয়া তৈরি হয়েছিলো।
তিনি আরও বলেন, ‘সরকারকে তার কাজের জন্য সংসদে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমরা দেখেছি ভোটের নামে শেখ হাসিনা কিভাবে প্রহসন করেছে। এই পার্লামেন্টে কোন জবাবদিহিতা নাই। এমপি পাপ্পুর স্ত্রী বললো, সে বাসায় একা থাকে, তাই পাপ্পু ৬ কোটি টাকা ব্যয় করে তাকেও এমপি বানালো ৬ এমপির সমর্থন নিয়ে। সেই পাপ্পু এখন কুয়েতের কারাগারে আছে।

রোবায়েত ফেরদৌস আরও বলেন, ‘সংবিধান সংস্কার করতে হবে এবং এর সমালোচনাও করতে হবে। প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করার ক্ষমতা দিতে হবে। শেখ হাসিনার সময়ে প্রশ্ন তোলা যেত না। আমরা দেখেছি শিক্ষক, সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এমন পরিস্থিতি চাই না।

নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মোঃ আশরাফুল হক আশুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, গন অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক রাহুল আরফিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেন, প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক এ্যড। আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শিবনাথ চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা সুজনের নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদুর রহমান তনু, রাসেল আদিত্য, ফাহাদ, রাজলক্ষ্মী, হায়দার রানা, জহিরুল ইসলাম মিন্টু,  সাবিত প্রমুখ। আড়াইহাজার সুজনের নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন, ওয়ালি উল্যাহ ভুইয়া তুহিন। ফতুল্লা সুজনের নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল-ফারুক রিংকু, মোঃ আল-আমীন আলী, এ্যড মাহবুবুল হক, নজরুল ইসলাম সুজন, আবু সাঈদ প্রমুখ।