ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্ট; একতা চ্যাম্পিয়ন প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪ নারায়ণগঞ্জের ফতুল্লায় একতা সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ আলীগঞ্জের ড্রিম-১১ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একতা সমাজ উন্নয়ন পরিষদ। শুক্রবার (১ নভেম্বর) সকালে হাজী বাহার আলী মসজিদ সংলগ্ন বালুর মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্বাসরুদ্ধকর এই খেলায় প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৪৪ রান সংগ্রহ করে একতা সমাজ উন্নয়ন পরিষদ। ৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৪১ রানে থেমে যায় ড্রিম-১১। ফলে ৩ রানে জিতে যায় একতা সমাজ উন্নয়ন পরিষদ। একতা সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা হাজী হারুন-অর-রশীদ। সভাপতিত্ব করেন হাজী বাহার আলী মসজিদের সাধারণ সম্পাদক হাজী মিল্লাত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমসজ-সেবক ফিরোজ আলম খাঁন, সেলিম খান, হাজী আব্দুল জলিল খোকন, মনিরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, পুলিশ পরিদর্শক লুৎফর রহমান এবং ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু প্রমুখ। সঞ্চালনায় সহযোগিতা করেন একতা সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল। ম্যাচ পরিচালনায় ছিলেন খায়রুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মোঃ সাজ্জাদ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের অধিনায়কের হাতে ট্রফির সাথে প্রাইজ মানি উঠিয়ে দেন অতিথিবৃন্দ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন আশিক এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন দীপ্ত দেবনাথ। SHARES খেলাধুলা বিষয়: