নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা: দোষীদের শাস্তি দাবি ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বহিরাগতদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এমন ঘটনাকে ন্যাক্কারজনক মন্তব্য করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, প্রেস ক্লাবের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ধরনের ঘটনার মধ্য দিয়ে নামধারী কিছু সাংবাদিক অরাজক পরিস্থিতি তৈরি করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি ও ছাত্রজনতার অর্জনকে বিনষ্ট করতে চায়। এমতাবস্তায়, প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার অনুরোধ রইলো। অন্যথায় সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। SHARES জেলা/উপজেলা বিষয়: