একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ জনে। অক্টোবরের ২৮ দিনেই মারা গেছেন ১১৭ জন। যা এবছরে সর্বোচ্চ মৃত্যু। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও  ১১৯৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে মৃত্যুর তালিকা প্রতিদিনই লম্বা হচ্ছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪০৫ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৬ জন, সিলেটে বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ১০৮ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৮০ জনের মধ্যে ৪৬ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৯ শতাংশ নারী।