‘ডানা’র ঘূর্ণিঝড়ে রূপ, আগামীকাল ভোরে উপকূলে আঘাত হানতে পারে প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ‘ডানা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ডানা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এছাড়া কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘ডানা’। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। SHARES জাতীয় বিষয়: