পূজার চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পেরেছি: না.গঞ্জের এসপি প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, এবার পূজায় বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পেরেছি। আমরা কয়েক স্তরে নিরাপত্তা নিয়েছিলাম। রোববার (১৩ অক্টোবর) শহরের কেন্দ্রীয় ঘাট এলাকায় নারায়ণগঞ্জ শহরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পরিদর্শনকালে একথা বলেন তিনি। এসপি আরও বলেন, আমার পেছনে বেশ কয়েকটি বাহিনীর লোক আপনারা দেখছেন। সকল বাহিনী মিলে আমরা এখানে কাজ করেছি। ফলে এবার খুব নির্বিঘ্নে পূজা উদযাপন করা হয়েছে। কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। SHARES জেলা/উপজেলা বিষয়: