নারায়ণগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালন

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রসুলবাগ মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বিকালে উক্ত অনুষ্ঠান হয়।

রসুলবাগ মডেল হাই স্কুলের সভাপতি নুর উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় কন্যা শিশু আ্যডভোকেসি ফোরামের যুগ্ম আহবায়ক রুমা আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক দ্য ডেইলি নিউ নেশন এর নির্বাহী সম্পাদক ও ফোরাম ফর ইকোনমিক জাস্টিসের আহবায়ক ফররুখ খসরু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছে। কিন্তু তারা এখনও বিভিন্নভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়। এর অবস্থার অবসান হওয়া দরকার। আমরা মনে করি, নারীরা শিক্ষিত হলে, পরিবার, সন্তান ও জাতি শিক্ষিত হবে। নারী স্বাস্থ্যবান হলে, সন্তান স্বাস্থ্যবান হবে, পুরো জাতি স্বাস্থ্যবান হবে। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তা পরিবার ও সন্তানের কল্যাণেই ব্যয় হয়। তাই জাতির সামগ্রিক উন্নয়নের স্বার্থেই নারীর অবস্থা ও অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে, তাদের প্রতি সকল প্রকার বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে হবে, নারীকে শিক্ষিত, স্বাস্থ্যবান ও স্বাবলম্বী করে তুলতে হবে। এজন্য কন্যাশিশু ও নারীদেরকে শিক্ষিত ও তাদের অধিকার সচেতন হতে হবে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় কন্যা শিশু আ্যডভোকেসি ফোরামের সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলবাগ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা মিয়া, ফোরাম ফর ইকনোমিক জাস্টিসের সদস্য সচিব মোহাম্মদ সেলিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় কন্যা শিশু আ্যডভোকেসি ফোরামের সদস্য সচিব মোঃ আশরাফুল হক আশু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় কন্যা শিশু আ্যডভোকেসি ফোরামের সদস্য মাকসুদা ইয়াসমিন প্রমুখ।

জাতীয় কন্যা শিশু আ্যডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানের সহযোগীতা করেন দি রিজনাল রিপোর্টিং সোসাইটি, ইসলামিক এডোকেশনাল কো-অপারেটিভ সোসাইটি। নো স্মোকিং ক্লাব।