মুন্না ও রাজু’র বাবার রুহের মাগফেরাত কামনায় চেঞ্জ ফাউন্ডেশনের দোয়া

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান মুন্নার বাবা নিউ ওরিয়েন্ট ডাইং এর চেয়ারম্যান ও আঃ মান্নান বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ বাচ্চু মিয়া (৬৫) এবং সদস্য রাজু আহমেদের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও দাপা কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি মোঃ মোক্তার হোসেন (৫৯) এর রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে চেঞ্জ ফাউন্ডেশন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জের ফতুল্লায় আবদুল্লাহ ইবনে মোবারক (রহ) মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।

চেঞ্জ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ লুৎফর রহমান মুন্না, সহ- সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো: এ এইচ আশু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ মোঃ আল আমিন আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জুম্মন, দপ্তর সম্পাদক মাওঃ সাব্বির আহমেদ তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসেন পলাশ, সিনিঃ নির্বাহী সদস্য নাসির উদ্দিন জুয়েল, সিনিঃ নির্বাহী সদস্য মোঃ শরিফুল ইসলাম তুষার, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আরও উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন, মোঃ আবুল হাসেম, হেমায়েত উদ্দিন, মোঃ রানা আহমেদ প্রমুখ।

 

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা সাব্বির আহমেদ।

 

উল্লেখ্য আলহাজ বাচ্চু মিয়া (৬৫) গত ৩০ আগস্ট বিকাল আনুমানিক ৩:৪৫ ঘটিকায় বাধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এবং মোঃ মোক্তার হোসেন (৫৯) গত ১৯ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনারা পরিবারে স্ত্রী, সন্তান, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।