চেঞ্জ ফাউন্ডেশনের ৫ম বর্ষে পদার্পণ প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪ যুব-নেতৃত্বাধীন অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফাউন্ডেশন কেক কাটার মাধ্যমে ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জে ফাউন্ডেশনের কার্যালয়ে এই আয়োজন করা হয়। চেঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, সকলের দোয়ায় আমরা ৫ম বর্ষে পদার্পণ করেছি। নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাধারন সম্পাদক মোঃ এ এইচ আশু বলেন, ২০২০ সালের এইদিনে চেঞ্জ ফাউন্ডেশন যাত্রা শুরু করে। সেদিন আমরা বলেছিলাম, গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা একটা ভালো মানের সামাজিক সংগঠন তৈরি করতে চাই। যেখানে সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে যেয়ে একটা ভিন্ন মাত্রা আনবো। আশা করি আমরা বিগত সময়ে তা প্রমান করতে পেরেছি। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আল-আমীন আলী বলেন, গত চার বছর যাবত আমাদের প্রতিটি কার্যক্রম নিজস্ব অর্থায়নে করেছি। তাই আমরা সারাদেশে আমাদের কার্যক্রমকে প্রসারিত করতে পারিনি। ভবিষ্যতে সে লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জুম্মন, দপ্তর সম্পাদক মাওঃ সাব্বির আহমেদ তুহিন, নির্বাহী সদস্য মোঃ রমজান আলী, নির্বাহী সদস্য রনি শিকদার, সদস্য মোঃ সাঈদ হাসান দোলন, ফতুল্লা মানবকল্যান সংস্থার আহবায়ক মীর মোঃ নয়ন, ব্যবসায়ী মোঃ আল-আমিন ইমন, জালাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য ২০২০ সালে একঝাক তরুন পেশাজীবী ব্যক্তিদের নিয়ে সৃজনশীল, মানবকল্যানমুখী, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের যাত্রা শুরু করে। স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার সাথে সাথে সমাজের সুবিধা বঞ্চিতদের ব্যাতিক্রমভাবে সহযোগিতার পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প করা, দেশের দুর্যোগকালীন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে মাদ্রাসায় সহায়তা প্রদান, সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় ঈদ উপহার প্রদান, ক্ষেত্র বিশেষ নগদ অর্থ প্রদান করে যাচ্ছে। SHARES জেলা/উপজেলা বিষয়: