ফতুল্লায় তাঁতি দলের কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিজস্ব সংবাদদাতাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং জাতীয়তাবাদী তাঁতি দলের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলোনী এলাকায় অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা তাঁতি দলের সদস্য সচিব হানিফুর রহমান ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক টিপু।

দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সামসুল আলম মুহিব্বী। ফতুল্লা থানা তাতী দলের আহ্বায়ক ইউনুস মাষ্টারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান। ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা অরুন, ফতুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার জামান, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাকসুদ মাসুম, ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আল মামুন, নুরে আলম মিঠু সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।