বন্যার্তদের সহায়তায় মসজিদুল আমান ন্যায় সংঘ কমিটি

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

বন্যার্তদের সহায়তা করার জন্য মসজিদুল আমান ন্যায় সংঘ কমিটি মসজিদে ও নিজ এলাকার অবস্থিত বাড়িতে কালেকশন করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজের আগে মুসল্লিদের কাছ থেকে অনুদান হিসেবে নগদ অর্থ কালেকশন করা হয়। অত্র এলাকায় অবস্থিত বাড়ীগুলোতেও বাদ আসর কালেকশন করা হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ নুরুল ইসলাম আজকের জুম্মার দানবাক্সের কালেকশানের সম্পূর্ণ অনুদান মসজিদুল আমান ন্যায় সংঘ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন পাঠানের হাতে তুলে দেন।

এক প্রতিক্রিয়ায় মসজিদুল আমান ন্যায় সংঘ কমিটির সদস্য ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ এ এইচ আশু বলেন নিন্মাঞ্চলের মানুষ বন্যায় মানবেতর জীবন যাপন করছে। সকলের উচিৎ সাধ্যমত তাদের সহায়তায় এগিয়ে আশা। আমরা ও এলাকাবাসীরা সম্মেলিতভাবে চেষ্টা করে কিছু টাকা কালেকশন করেছি, যা দুই-একদিনের মধ্যে বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দেয়া হবে।

উক্ত কাজে অংশগ্রন করেন মোঃ জয়নাল আবেদিন, গোলাম মোস্তফা ভুইয়া, কাঞ্চন আলী, তালুকদার ফখর উদ্দিন, আব্দুল মজিদ পাটোয়ারী, তাজির আলী মাষ্টার, নূর নবী, মোঃ আলী বাবু, ফকরুল ইসলাম, সাইদুল ইসলাম, ইউসুফ আলী, মতিউর রহমান, হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল ফারুক রিংকু, সোহরাব হোসেন, তারেক, মোহন, হাবিবুর রহমান, ময়না, রিফাত, সুমন, ইমতিয়াজ, তাহসীন, যোবায়ের, আতিক, মিজান, নজরুল, ইমরান, রিয়াদ, রানা প্রমুখ।

উল্লেখ্য ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরের ব্যাংককলোনিতে এলাকার সার্বিক নিরাপত্তা বিধান, মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে স্থানীয় মুরুব্বী, যুবক ও শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় মসজিদুল আমান ন্যায় সংঘ কমিটি।