ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পরিষ্কার অভিযান

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কারের অভিযান করেছে। অদ্য সোমবার (১২ আগস্ট) সকাল দশ ঘটিকায় বের হয়ে দুপুর বারোটা পর্যন্ত ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার বিভিন্ন রাস্তাঘাটে পরে থাকা ভোগ্য পন্যের প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের বোতল ইত্যাদি পরিষ্কার করতে দেখা গেছে।
তারা স্কুল থেকে হক রোলিং মিলের সামনে দিয়ে ফতুল্লা বাজার পর্যন্ত রাস্তা পরিষ্কার করে। এসময় তারা ঝুড়ি, ঝাড়ু, বেলচা নিয়ে আসে। শিক্ষার্থীরা চায়ের দোকানে, হোটেলে এসে বলে যায় সবাই যেন তাদের দোকানের প্লাস্টিক জাতীয় জিনিস ও ময়লা রাস্তায় না ফেলে।

কাশফিয়া নামক এক ছাত্রী বলেন, আমরা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। সিনথিয়া নামক আরেক শিক্ষার্থীর অভিব্যক্তি আমরা একটু সচেতন হলে রাস্তাঘাট পরিষ্কার রাখতে পারি।

স্থানীয় দোকানদার খোকন বলেন, মেয়েদের এমন কাজ প্রশংসার যোগ্য। আমাদের সচেতন হওয়া জরুরী।

এ সময় বিভিন্ন শ্রেণীর কয়েকশত ছাত্রীকে উক্ত কাজে অংশ নিতে দেখা যায়।