বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনাতার মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

ফতুল্লা নাগরিক সমাজের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনাতার মৃত্যুতে এক নাগরিক শোকসভা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অদ্য বুধবার (৭ আগস্ট) বিকাল-৫ ঘটিকায় ফতুল্লা রেলওয়ে ষ্টেশনে উক্ত আয়োজন করা হয়। আলোচনা শেষে ছাত্র-জনাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফতুল্লা রেলস্টেশন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজিমুদ্দিন আবেদ।

বক্তারা এমন দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রদের ধন্যবাদ জানান। প্রতিটি এলাকায় অন্যায়-অবিচার-অনাচার রুখে দিতে সাধারণ নাগরিকদের সোচ্চার হওয়ার আহবান করেন। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ করার আহবান জানান। বক্তারা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ক্ষমতা পেয়ে যদি আবারও এমনভাবে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন তাহলে আপনাদের অবস্থাও সদ্য বিদায়ী সরকারের মতোই হবে। সুতরাং আসুন সকলে মিলে-মিশে সৌহার্দ্যপূর্ণ এক নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে থাকবেনা কোন বৈষম্য, অন্যায়, অবিচার, অনাচার, মারামারি, লুটপাট।

ফতুল্লা বিসিডিএস আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মীর মোঃ নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক এবং নারায়ণগঞ্জ জেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের যুগ্ম-সম্পাদক মোঃ আশরাফুল হক আশু, শিক্ষক ও সমাজকর্মী মোঃ মোস্তাক আহমেদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম সুজন, শিক্ষক সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চক্ষু চিকিৎসক মোঃ মাসুম হোসেন, আঃ মন্নান, মাসুলুর রহমান পিয়ার, মীর মারফত আলী, ফিরোজ মীর মালত, ওবায়দুর রহমান শাহাদাত, মোঃ সুজন, আবু হানিফ রতন, মোঃ আনোয়ার হোসেন, স্বপন শিকদার, মোঃ মহিবুল্লাহ, আবু জাফর, সিরাজুল ইসলাম অয়ন, মোঃ ইউসুফ আলী, আবদুল্লাহ আল ফারুক রিংকু প্রমুখ।