নতুন আইজিপি ময়নুল ইসলাম

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন আইজিপি হিসেবে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেয়া হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।

সোমবার ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আব্দুল্লাহ আল মামুনকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অবশ্য মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি পুলিশ সদস্যদের দৃঢ়তার সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহবান জানান।