সাংবাদিক এনামুলের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেন সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক এনামুল হক সিদ্দিকীর মা জাহানারা বেগম (৭৮) শুক্রবার বিকেলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাদ এশা তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।