নারায়ণগঞ্জে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযানে জব্দকৃত  প্রায় ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১১ মার্চ) জেলা আদালত এলাকায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিভিন্ন সময়ে জব্দকৃত ইয়াবা, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, চোলাই মদ, বিয়ার, বিদেশি মদ ও নেশা করার সময় ব্যবহৃত ইনজেকশনসহ  প্রায় প্রায় ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।