মারাকানায় গ্যালারীতে মারামারি; ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জয়ী

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

মোঃ এ এইচ আশুঃ  ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম খেলা শুরু হওয়ার আগেই গ্যালারিতে শুরু হয় মারামারি। এক পর্যায়ে মেসিরা গ্যালারীর কাছে চলে যায়। অনেক চেষ্টার পর যখন মারামারি থামছিল না, তখন আর্জেন্টিনার খেলোয়াড়রা সকলেই মাঠ ছেড়ে চলে যায়। খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখতে প্রায় দুই লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়ামটি প্রস্তুত করা হয়েছিল । মূলত সেলেসাওদের সমর্থন জানাতেই হলুদের সমারহ হয়েছিল স্টেডিয়ামটিতে। তুলনামূলকভাবে আলবিসেলেস্তদের সমর্থক কম ছিল স্টেডিয়ামে। জাতীয় সংগীতের সময় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ব্রাজিল সমর্থকদের।আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাদের ওপর চেয়ার ছুড়ে মারতে শুরু করে ব্রাজিলের সমর্থকরা। পরিস্থিতি ঠাণ্ডা করতে আর্জেন্টাইনদের লাঠিপেটা করে ব্রাজিলিয়ান পুলিশ। দুই দলের ভক্তদের মারামারি থামিয়ে ম্যাচ শুরু করতে দেরি হয় যায় আধা ঘণ্টা। ম্যাচ শেষে ব্রাজিলকে কাঁদিয়ে তাদের  ঘরের মাঠে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ ভোর ৬.৩০ মিনিটে  লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় মেসি-ডি মারিয়ারা।

উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে ৬৩তম মিনিটে জিওভারো লো সেলসোর কর্নার থেকে হেড দিয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন অভিজ্ঞ আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। তাছাড়া ৯০ মিনিটের খেলায় গোলের তেমন একটা সুযোগ করতে পারেনি কোন দল।

গোটা ম্যাচে ২৬টি ফাউল করে স্বাগতিক ব্রাজিল। গ্যালারির মত মাঠের খেলায়ও আর্জেন্টাইনদের ওপর চড়াও হয় ব্রাজিলিয়ান ফুটবলাররা।  বিপরীতে ১৬টি ফাউল আর্জেন্টিনার। ম্যাচে প্রদর্শন করা ৩টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ডসহ ৪টি কার্ডেই দেখেছে ব্রাজিলিয়ানরা। ম্যাচের শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্রাজিলের জোয়েলিংটন সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ফাউল করার কারনে।

৬ ম্যাচে ২ জয়, ৩ হার এবং ১ ড্রয়ে লাতিন আমেরিকার বাছাই টেবিলের ছ’য়ে সেলেসাওরা। এতে বিশ্বকাপ বাছাই পর্ব কঠিন হয়ে গেলো ব্রাজিলিয়ানদের। অপরদিকে ৬ ম্যাচে ৫ জয় এবং ১ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা অধিনায়ক লিওলেন মেসি বলেন, অবশ্যই খুব খারাপ হলো। লোকেদের কীভাবে মেরেছে, সেটা আমরা দেখেছি। কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও এমন হয়েছিল, এখন আবারো লাঠিপেটা করা হলো। ৮ বার ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড় বলেন, আমরা দেখলাম তারা আমাদের সমর্থকদের লাঠিচার্জ করতেছে। এটা আগেও কোপা লিবার্তাদোরেস এর ফাইনালেও হয়েছে। আমরা ম্যাচেই ফোকাসড ছিলাম, তবে এই কাহিনী দেখার পর আমাদের এগোতেই হয়েছে। আমরা অনেক কিছু জিতেছি, তবে এই জয়ের পেছনে যাদের সমর্থন আছে, তারা আমাদের পরিবারের মত। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার। তবে পরিস্থিতি শান্ত করতেই আমরা ম্যাচটা খেলার সিদ্ধান্ত নিই।