ফতুল্লায় একাধিক মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩ ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার দু’টি মসজিদের দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি করেছে অজ্ঞাত চোরেরা। মঙ্গলবার(২৪ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। মসজিদ দু’টি হল দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনী বায়তুল মামুর জামে মসজিদ ও সাহারা সিটি জামে মসজিদ। ব্যাংক কলোনী বায়তুল মামুর জামে মসজিদের কমিটির সহ-সভাপতি এ কে এম শাহিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে মসজিদের লোহার দান বাক্সের ডালা কেটে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। অনুমান করা হচ্ছে এলাকার মাদক সেবীরা এই চুরি করতে পারে। চোর চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সাহারা সিটি জামে মসজিদের সাধারণ সম্পাদক এ্যডভোকেট নজরুল ইসলাম মাসুম জানান মসজিদের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় বুধবাদ ফজরের আজানের সময় দুজন ছেলে সেলাই রেঞ্জ এর মাধ্যমে তালা ভেঙ্গে টাকা নিয়ে চলে যাচ্ছে। তাছাড়া বেশ কয়দিন যাবত এই এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। এমতাবস্থায় পুলিশি টহল বাড়ানোর দাবী জানান তিনি। SHARES জেলা/উপজেলা বিষয়: