স্বপন চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে দোয়া

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সহধর্মিনী সেলিনা সুলতানা, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো: মনির হোসেন, কার্যকরী সদস্য রনজিৎ মোদক, সমাজ সেবক কাজী আব্দুল করিম, খন্দকার হুমায়ুন কবির, শাহানুর ইমাম।

সংক্ষিপ্ত বক্তব্যে  সেলিনা সুলতানা বলেন,  চেয়ারম্যান সাহেব অনেক কাজ অসমাপ্ত রেখেই আল্লাহ্‌র ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। উনি প্রায় দশ বছর ধরে অসুস্থ ছিলেন, তারপরেও প্রতিদিন কোন না কোন অনুষ্ঠানে যোগদান করেছেন। খুব বেশী অসুস্থতার কারনে মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে যেতে পারেনি, দয়া করে আপনারা এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে মাফ করে জান্নাত দান করেন। তিনি আরও বলেন, আমি ফতুল্লা ইউনিয়ন বাসীর সাথেই ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ্‌। যে কোন প্রয়োজনে আপনারা আমাকে ডাকলে পাশে পাবেন।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পদক আনোয়ার হোসেন সজিব, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী,  সদস্য আবু সাঈদ, সাংবাদিক এ আর মিলন, ফয়সাল আহমেদ, মাওলানা সাব্বির আহম্মেদ তুহিন।

দোয়া পরিচালনা করেন ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন।