ফতুল্লায় থানা যুবদল নেতা টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫ চেঞ্জ নিউজ: নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা শিবুমার্কেট মোড়ে জড়ো হয়ে র্যালী অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির তত্ত্বাবধানে মিছিলে নেতৃত্ব দেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রানা ও যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু। পরে তাদের নেতৃত্বে বিশাল র্যালীটি শিবুমার্কেট এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া এলাকায় গিয়ে শেষ হয়। র্যালীতে ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা নারায়ণগঞ্জবাসীকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. মিঠু খান, সুমন আহম্মেদ, রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুম, সৈকত রাজ, আকতার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক রতন সরকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, ৫নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম, আরমান হোসেন, রাকিব, আল-আমিন ও সাগরসহ আরও অনেকে। SHARES জেলা/উপজেলা বিষয়: